বিকাশ সাহাঃ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজার সমিতির পক্ষ থেকে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি অরুন দে সরকার ও উপ পৌরপতি কার্ত্তিক পালকে সম্বর্ধনা দেওয়া হয়। ব্যবসায়ীদের তরফ থেকে পুস্পস্তবক ও মানপত্র তুলে দেওয়া হয় পৌরপতি ও উপ পৌরপতির হাতে । কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজার সমিতির সভাপতি দিলিপ কুণ্ডু, সম্পাদক প্রকাশ কুণ্ডু, স্বপন সাহার নেতৃত্বে এক প্রতিনিধি দল নবনিযুক্ত পৌরপতি ও কাউন্সিলাদের সঙ্গে দেখা করেন। সাধারণ মানুষের স্বার্থে ব্যবসায়ীরা, মহেন্দ্রগঞ্জ বাজারের নিকাশি ব্যবস্থা সহ পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার আবেদন রাখেন পৌরপতির কাছে।
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজার সমিতির পক্ষ থেকে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি ও উপ পৌরপতিকে সম্বর্ধনা দেওয়া হল
বুধবার,০৩/০৬/২০১৫
682