সত্যজিৎ চক্রবর্তীঃ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্বেলন হল বন্ধনের। বন্ধনের কর্ণধার চন্দ্রশেখর ঘোষ বলেন, জীবিকার বন্দোবস্ত গোড়ায় কিছুদিন আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ, এই তিনের সঠিক প্রয়োজন। দরিদ্র দূরিকরণ দূর করার ক্ষেত্রে চেষ্টা করা হবে। এই অনুষ্ঠানে ছিলেন আবদুল লতিফ জামিল প্রমুখ।
বন্ধনের সাংবাদিক সম্বেলন হল
বুধবার,০৩/০৬/২০১৫
810