বিকাশ সাহাঃ ডাইনি প্রথার বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে এগিয়ে এল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার পুলিশ। কালিয়াগঞ্জ থানার এসআই নির্মল কুমার সাহা ও এএসআই রঞ্জিত রায়ের উপস্থিতিতে ১০ নম্বর মালগাঁ গ্রাম পঞ্চায়েতের বালাবন্দ প্রাথমিক বিদ্যালয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। মুলত আদিবাসী এলাকায় ডাইনি সন্দেহে আক্রান্ত ও জীবনহানীর মতো ঘটনা যাতে না ঘটে সেই কারণে আদিবাসী মানুষদের সচেতন করতে পুলিশের এই উদ্যোগ। এই সচেতনা শিবিরে পুলিশের তরফ থেকে সাধারণ মানুষদের বোঝানো হয় ডাইনি বলে কিছু হয়না। মানুষের শরীরে রোগ দেখা দিলে ওঝার কাছে না গিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রায় ১০০ জন আদিবাসী পুরুষ ও মহিলা ছাড়াও এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন ১০ নম্বর মালগাঁ গ্রাম পঞ্চায়েতের সদস্য গুড্ডু মার্ডী ও কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য উত্তম রায় সহ প্রমুখ।
Auto Amazon Links: No products found.