খবরইন্ডিয়াঅনলাইনঃ মুশফিকুর রহিম বাংলাদেশের টেস্ট অধিনায়ক হতে পারেন। ঘরের মাঠে তাঁর দল ভারতের বিরুদ্ধে একটিমাত্র টেস্ট খেলতে নামতে পারে। কিন্তু, পিচ নিয়ে ভয়ঙ্কর বিপদে পড়েছেন তিনি। ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগেও তিনি ও বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বুঝতে পারছেন না বহুদিন পর ফতুল্লা স্টেডিয়ামে শুরু হতে চলা প্রথম টেস্ট ম্যাচের উইকেট কীরকম আচরণ করবে। আর তা নিয়েই তৈরি হয়েছে জল্পনা। ম্যাচ শুরুর আগের দিনও টিম কী হবে তা নিয়ে চিন্তাভাবনা চলছে পুরোকদমে। জল্পনা বাড়িয়ে বাংলাদেশের কোচ চান্দিকা হাথুরাসিংহেও জানিয়েছেন, এরকম আজব পিচ তিনি কোনওদিনও দেখেননি। অন্য কেউ এসম্পর্কে ধারণা দিতে পারবে বলে জানিয়ে হাথুরাসিংহের দাবি, উইকেট আর যাই হোক জোরে বোলারদের সাহায্য করবে না। নয়া বিশ্বরেকর্ডের সাক্ষী হতে পারে ভারত-বাংলাদেশ টেস্ট বস্তুত, পিচ দেখে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রথমদিন থেকেই উইকেটের সাহায্য পাবেন স্পিনাররা। একইসঙ্গে এই উইকেটে ব্যাটিং করাও অনেকটাই সহজ হবে। পিচের উপরে অনেক কাটা ঘাস রয়েছে। পিচের আর্দ্রতা ধরে রাখতেই তা রেখে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
শুরু হচ্ছে ভারত – বাংলাদেশ ক্রিকেট যুদ্ধ
মঙ্গলবার,০৯/০৬/২০১৫
596