অধ্যক্ষের বাড়িতে হামলার ঘটনায় জড়িত তিন কলেজ পড়ুয়াকে গ্রেপ্তার করলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার পুলিশ


শুক্রবার,১২/০৬/২০১৫
564

বিকাশ সাহাঃ    অধ্যক্ষের বাড়িতে হামলার ঘটনায় জড়িত তিন কলেজ পড়ুয়াকে গ্রেপ্তার করলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার পুলিশ। গ্রেপ্তার তিন পড়ুয়া কালিয়াগঞ্জ কলেজের ছাত্র। এরা কালিয়াগঞ্জ কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র বাপী মণ্ডল (২২), বাড়ি মাধবপুর এলাকায়, ঐ একই বর্ষের ছাত্র বিদ্যুৎ গুপ্তা (২৩), বাড়ি চিরাইলপাড়া এলাকার মসজিদ পাড়াতে এবং বিএ প্রথম বর্ষের ছাত্র শুভদীপ মোদকের (২৩) বাড়ি পাবনা কলোনিতে। গত বুধবার বিকেল তিনটে নাগাত বুনিয়াদপুর কলেজের অধ্যক্ষ জীতেশ চাকীর কালিয়াগঞ্জের বাড়িতে হামলা চালানোর পর থেকেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। অধ্যক্ষের বাড়িতে পুলিশি প্রহরার পাশাপাশি দুষ্কৃতীদের ধরতে তল্লাশি চালায় কালিয়াগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে তল্লাশি চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে এই তিন কলেজ পড়ুয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
কালিয়াগঞ্জ থানার আইসি শ্রীমন্ত বন্ধোপাধ্যায় বলেন, অধ্যক্ষের বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্তদের আমরা নির্দিষ্ট ভাবে চিহ্নিত করতে পেরেছি। ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার গোটা রাত্রি ধরে তল্লাশি চালানো হয়েছে। বৃহস্পতিবার রাতেই আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি। এদিন শুক্রবার সকালে তাদের রায়গঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে। বাকিদের খোঁজে তিন পুলিশ অফিসারের নেতৃত্বে চল্লাশি জারী রাখা হয়েছে।
উল্লেখ্য কালিয়াগঞ্জ কলেজের ছাত্রদের পরীক্ষার সিট পড়েছিল দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর কলেজে। বুনিয়াদপুর কলেজের অধ্যক্ষের বাড়ি কালিয়াগঞ্জের উত্তর চিরাইলপাড়া এলাকায়। কালিয়াগঞ্জ কলেজের খুব কাছেই অধ্যক্ষের বাড়ি। বুনিয়াদপুর কলেজের অধ্যক্ষ জীতেশ চাকী নকল রুখতে কড়া পদক্ষেপ নেন। যার জেরে এর আগেও একবার ভাঙচুরের মতো ঘটনা ঘটেছিল অধ্যক্ষের বাড়িতে। বুধবার কালিয়াগঞ্জ কলেজের ছাত্ররা বুনিয়াদপুর কলেজে প্রথমার্ধে বিএ পার্ট ওয়ানের দর্শন পরীক্ষা দিয়েছিল। পরীক্ষা শেষ হওয়ার প্রায় ঘণ্টা দেড়েক পরেই অধ্যক্ষের বাড়িতে হামলা হওয়ার ঘটনা ঘটে। বুধবার বেলা তিনটে নাগাত ১৫ জনের একটি দল মুখে রুমাল বাঁধা অবস্থায় বুনিয়াদপুর কলেজের অধ্যক্ষ জীতেশ চাকীর বাড়ির সামনে জড় হয়ে বাড়ির কাঁচের জানালায় এলোপাথাড়ি পাথর ছুড়তে থাকে। পাড়া প্রতিবেশীরা বাইরে বেড়িয়ে এলে দৌড়ে পালিয়ে যায় তারা। যারা এই হামলার সাথে জড়িত, তাদের পিঠে ব্যাগ দেখে এলাকাবাসীদের ধারনা হয়েছিল এরা সবাই কলেজ ছাত্র। বুধবার রাতেই কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জীতেশ বাবু। অধ্যক্ষের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবীতে বৃহস্পতিবার সন্ধ্যায় কালিয়াগঞ্জ থানায় ডেপুটেশন দেয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ( এবিভিপি)।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট