ধর্ষণকারীকে গ্রেপ্তারের দাবীতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে অবস্থান বিক্ষোবে সামিল মহিলা সমিতি


শুক্রবার,১২/০৬/২০১৫
525

বিকাশ সাহাঃ    মৃতা পাতালি বর্মণের ধর্ষণকারীকে গ্রেপ্তারের দাবীতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বয়রা কালীবাড়ির পাশে ১০ এ রাজ্য সড়কের ধারে অবস্থান বিক্ষোবে সামিল হলেন সারা ভারত গনত্রান্ত্রিক মহিলা সমিতির কালিয়াগঞ্জ জোনাল কমিটি। বেলা একটা থেকে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত অবস্থান বিক্ষোবে সামিল হয়েছিলেন শতাধিক মহিলা। অবস্থান বিক্ষোবে উপস্থিত ছিলেন, মহিলা সমিতির জেলা সম্পাদক সুক্রিতি ঘোষ মজুমদার, জোনাল সম্পাদক বেলা চ্যাটার্জী, জেলা সভানেত্রী শিপ্রা সরকার, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরু রায়, হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমিতা সরকার সহ প্রমুখ। ধর্ষককে গ্রেপ্তারের দাবীতে এদিন কালিয়াগঞ্জ থানার সাব ইন্সপেক্টরের মানিক গোস্বামীর হাতে স্মারকলিপি তুলে দেন মহিলা সমিতির সদস্যরা।
উল্লেখ্য ২০১৩ সালে ডিসেম্বর মাসে কালিয়াগঞ্জ থানায় ধর্ষণের একটি মামলা দায়ের হয়। অভিযোগ, ২০১৩ সালের ১৪ ডিসেম্বরের মাঝ রাতে প্রতিবেশী যুবক ধীমান সরকার, চুপিসারে ঘুমন্ত কিশোরীর ঘরে ঢুকে মুখে কাপড় গুঁজে দিয়ে বলপূর্বক ধর্ষণ করে। অন্যদের একথা জানালে ফল ভাল হবেনা বলে কিশোরীকে শাসানিও দিয়ে যায় ধীমান। কিশোরীর বাবা ২০১৩ সালের ১৬ ডিসেম্বর কালিয়াগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করার ২৪ ঘণ্টার মধ্যে ধীমানকে ধরে ফেলে পুলিশ। হাজত বাসের পর সে জামিনে মুক্ত ছিল। মৃত কিশোরীর পড়িবার সুত্রে জানাযায়, গত ৩০ শে মে শনিবার রায়গঞ্জ জেলা আদালতে সেই মামলার সাক্ষ্য দিয়ে বাড়ি ফেরার জন্য আদালত চত্বরে এক যায়গায় হওয়ার সময় অভিযুক্ত তাঁর আইনজীবীর সামনেই ঐ কিশোরীকে উলটোপালটা কথা বলে। কিশোরী চুপচাপ বাড়ি ফিরে এসে বিকেল ৩ টা নাগাত নিজের ঘরে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাঘন বটতলী এলাকার নবম শ্রেণীর ছাত্রী পাতালি বর্মণের দাদা ৩০ শে মে শনিবার রাতেই কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। আত্মঘাতী কিশোরীর পড়িবারের সঙ্গে ইতিমধ্যেই সাক্ষাৎ করে পড়িবারের পাশে থাকার আশ্বাস দিয়ে এসেছেন রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলিম ও কালিয়াগঞ্জের বিধায়ক প্রমথ নাথ রায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট