ইসলামপুর বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোবে সামিল হলেন আঁধার কার্ড করতে আসা গ্রাহকরা


শুক্রবার,১২/০৬/২০১৫
616

বিকাশ সাহাঃ    প্রতিনিয়ত বিডিও অফিসের দরজায় কড়া নাড়লেও কার্ড করতে না পেরে ক্ষুব্ধ আঁধার কার্ড গ্রাহকরা এদিন শুক্রবার সকালে ইসলামপুর বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোবে সামিল হলেন। ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এলে গ্রাহকরা বিডিও এর হস্তক্ষেপ দাবী করেন। প্রায় ঘণ্টা দেড়েক এই বিক্ষোব চলার পড়ে বিডিও স্মৃতা সুব্বা অফিসে এসে গ্রাহকদের সঙ্গে কথা বলে সমাধান সুত্র বের হয়। উল্লেখ্য ইসলামপুর ব্লকের ১৩ টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের আঁধার কার্ড তৈরির কাজ চলছে ইসলামপুর বিডিও অফিসে। কিন্তু মাত্র দুটি মেশিন থাকার ফলে ভীষণ সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। গত এক সপ্তাহ ধরে কয়েকশ মানুষ আঁধার কার্ড করতে এসে খালি হাতে ফিরে যেতে হয়েছে। বিক্ষোবকারী রহিম আলম বলেন, আমাদের মতো সাধারণ মানুষ প্রতিদিন বিডিও অফিসে এসে কাজ না হওয়ার কারণে আবার বাড়ি ফিরে যেতে হচ্ছে। অফিস থেকে কেউ কিছু বলতে পারছে না। ব্লকের কর্মীরা বলছেন আঁধার কার্ড তৈরির জন্য টেন্ডার দেওয়া হয়েছে। কাজ ফেলে দিনেরপর দিন বিডিও অফিস থেকে ঘুরে যাওয়ার কারণে আজ আমরা বিক্ষোবে সামিল হয়েছি।
ইসলামপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক স্মৃতা সুব্বা বলেন, গ্রাহকদের সঙ্গে আলোচনা করে আগামীতে দিন ঠিক করে গ্রাম পঞ্চায়েত গুলিতেই আঁধার কার্ড করার ব্যবস্থা করা হবে। তবে মেশিনের সমস্যা থাকার কারণে প্রতিদিন ১২০ জনের বেশি গ্রাহকের আঁধার কার্ড করা সম্ভব হবে না। প্রতিদিন এসে ঘুরে যাওয়ার কারনেই গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোব দেখিয়েছেন বলে জানান বিডিও।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট