আসছে ‘দয়াল’ – কিশোর পলাশ


শুক্রবার,১২/০৬/২০১৫
846

লায়ন মুহা. মী্যানুর রহমান : ‘আমার ভাঙা তরী ছেঁড়া পাল’ খ্যাত বর্তমান প্রজন্মের জনপ্রিয় ফোক তারকা কিশোর পলাশ এবারের ঈদে শ্রোতাদের জন্য নিয়ে আসছে তার ৩য় একক এ্যালবাম ‘দয়াল’। পূর্বের এ্যালবামের ন্যায় এবারের এ্যালবামটিও সাজিয়েছেন তার নিজস্ব পরিমন্ডলের শ্রোতা সহ ফোক প্রিয় শ্রোতাদের আশা আকাঙ্খার কথা চিন্তা করে। কিশোর পলাশ ২০১২ সালে “একজোড়া” শিরোনামের একটি যৌথ এ্যালবামের মাধ্যমে সঙ্গীতাঙ্গনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। এর পরের বছরই প্রকাশ পায় তার প্রথম একক এ্যালবাম ‘জয়গুরু’। প্রথম এ্যালবামেই বাজিমাত করেন কিশোর পলাশ। এ্যালবামের ‘আমার ভাঙা তরী ছেঁড়া পাল’ গানটি শ্রোতা মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এছাড়াও গ্রামগঞ্জে, মনেলয় ডুবিতাম যমুনায়, সোনাবন্ধুর গান শুনিয়া, আমার ঘর নড়বড় করে গানগুলো বেশ জনপ্রিয়তা পায়। ২০১৪তে ‘ভবের বাড়ি’ এ্যালবামের মাধ্যমে তার সেই জনপ্রিয়তাকে আরো মজবুদ করা সহ শ্রোতাদের মাঝে নিজস্ব একটা পরিমন্ডল গড়ে তুলতে সক্ষম হয়। ভবের বাড়ি এ্যালবামটির ভবের বাড়ি, যৌবন গেলে প্রেম হবেনা সহ আরো বেশ কয়েকটি গান যোগ হয় তার জনপ্রিয় গানের খাতায়। এরই ধারাবাহিকতায় এবারের ঈদেই বাজারে আসছে তার তৃতীয় একক এ্যালবাম ‘দয়াল’। জি সিরিজের ব্যানারে এ্যালবামটির সঙ্গীতায়োজন করছেন হালের জনপ্রিয় সঙ্গীত পরিচালক এফ এ সুমন। এই অল্প সময়ের ক্যারিয়ারে অদৃশ্য শত্রু, নাইওর, অন্যপথ সিনেমা সহ বেশ কিছু ছবিতে কণ্ঠ দিয়েছেন কিশোর পলাশ। এছাড়াও টেলিফিল্ম ‘ছেঁড়া পাল’, ধারাবাহিক নাটক ‘সংসূত্র’ ও ‘ভাঙ্গা তরী’ এর টাইটেল সং এ কণ্ঠ দেন তিনি। পাশাপাশি বিজ্ঞাপনের জিঙ্গেলেও কাজ করেছেন এ জনপ্রিয় সঙ্গীত শিল্পী। বর্তমানে স্টেজ প্রোগ্রাম নিয়ে বেশ ব্যাস্ত সময় পার করতে হচ্ছে তাকে। জনপ্রিয় এ ফোক তারকা বলেন, বাঙালির রক্তের সাথে মিশে আছে ফোক গান। ফোক গানের মাধ্যমেই বাংলার চিরায়ত রুপ ও বাঙালিদের আশা, আকাঙ্খা ও দুঃখ বেদনার চিত্র ফুটে উঠে। তবে আমি যে শুধু ফোক গানই করি তা নয়। ফোক গানের পাশাপাশি আমি আধুনিক গানও করার চেষ্টা করি। তবে ফোক গান আমাকে আলাদাভাবে টানে। আর তাছাড়া বাবা বাউল শিল্পী হওয়ায় ছোটবেলা থেকেই ফোক গানের প্রতি ছিল আলাদা একটা আকর্ষন। রমজানের আগেই দয়াল এ্যালবামটি বাজারে আশার কথা জানান তিনি। বর্তমান সঙ্গীত নিয়ে শ্রোতাদের উদ্দেশ্যে কিশোর পলাশ বলেন, আমাদের দেশের শ্রোতাদেরকে অবশ্যই দেশীয় সংষ্কৃতির গান গুলো বেশি বেশি শোনা দরকার।
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট