Categories: বিনোদন

আসছে ‘দয়াল’ – কিশোর পলাশ

লায়ন মুহা. মী্যানুর রহমান : ‘আমার ভাঙা তরী ছেঁড়া পাল’ খ্যাত বর্তমান প্রজন্মের জনপ্রিয় ফোক তারকা কিশোর পলাশ এবারের ঈদে শ্রোতাদের জন্য নিয়ে আসছে তার ৩য় একক এ্যালবাম ‘দয়াল’। পূর্বের এ্যালবামের ন্যায় এবারের এ্যালবামটিও সাজিয়েছেন তার নিজস্ব পরিমন্ডলের শ্রোতা সহ ফোক প্রিয় শ্রোতাদের আশা আকাঙ্খার কথা চিন্তা করে। কিশোর পলাশ ২০১২ সালে “একজোড়া” শিরোনামের একটি যৌথ এ্যালবামের মাধ্যমে সঙ্গীতাঙ্গনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। এর পরের বছরই প্রকাশ পায় তার প্রথম একক এ্যালবাম ‘জয়গুরু’। প্রথম এ্যালবামেই বাজিমাত করেন কিশোর পলাশ। এ্যালবামের ‘আমার ভাঙা তরী ছেঁড়া পাল’ গানটি শ্রোতা মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এছাড়াও গ্রামগঞ্জে, মনেলয় ডুবিতাম যমুনায়, সোনাবন্ধুর গান শুনিয়া, আমার ঘর নড়বড় করে গানগুলো বেশ জনপ্রিয়তা পায়। ২০১৪তে ‘ভবের বাড়ি’ এ্যালবামের মাধ্যমে তার সেই জনপ্রিয়তাকে আরো মজবুদ করা সহ শ্রোতাদের মাঝে নিজস্ব একটা পরিমন্ডল গড়ে তুলতে সক্ষম হয়। ভবের বাড়ি এ্যালবামটির ভবের বাড়ি, যৌবন গেলে প্রেম হবেনা সহ আরো বেশ কয়েকটি গান যোগ হয় তার জনপ্রিয় গানের খাতায়। এরই ধারাবাহিকতায় এবারের ঈদেই বাজারে আসছে তার তৃতীয় একক এ্যালবাম ‘দয়াল’। জি সিরিজের ব্যানারে এ্যালবামটির সঙ্গীতায়োজন করছেন হালের জনপ্রিয় সঙ্গীত পরিচালক এফ এ সুমন। এই অল্প সময়ের ক্যারিয়ারে অদৃশ্য শত্রু, নাইওর, অন্যপথ সিনেমা সহ বেশ কিছু ছবিতে কণ্ঠ দিয়েছেন কিশোর পলাশ। এছাড়াও টেলিফিল্ম ‘ছেঁড়া পাল’, ধারাবাহিক নাটক ‘সংসূত্র’ ও ‘ভাঙ্গা তরী’ এর টাইটেল সং এ কণ্ঠ দেন তিনি। পাশাপাশি বিজ্ঞাপনের জিঙ্গেলেও কাজ করেছেন এ জনপ্রিয় সঙ্গীত শিল্পী। বর্তমানে স্টেজ প্রোগ্রাম নিয়ে বেশ ব্যাস্ত সময় পার করতে হচ্ছে তাকে। জনপ্রিয় এ ফোক তারকা বলেন, বাঙালির রক্তের সাথে মিশে আছে ফোক গান। ফোক গানের মাধ্যমেই বাংলার চিরায়ত রুপ ও বাঙালিদের আশা, আকাঙ্খা ও দুঃখ বেদনার চিত্র ফুটে উঠে। তবে আমি যে শুধু ফোক গানই করি তা নয়। ফোক গানের পাশাপাশি আমি আধুনিক গানও করার চেষ্টা করি। তবে ফোক গান আমাকে আলাদাভাবে টানে। আর তাছাড়া বাবা বাউল শিল্পী হওয়ায় ছোটবেলা থেকেই ফোক গানের প্রতি ছিল আলাদা একটা আকর্ষন। রমজানের আগেই দয়াল এ্যালবামটি বাজারে আশার কথা জানান তিনি। বর্তমান সঙ্গীত নিয়ে শ্রোতাদের উদ্দেশ্যে কিশোর পলাশ বলেন, আমাদের দেশের শ্রোতাদেরকে অবশ্যই দেশীয় সংষ্কৃতির গান গুলো বেশি বেশি শোনা দরকার।
admin

Share
Published by
admin

Recent Posts

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

1 day ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

1 day ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

1 day ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

1 day ago

পাওলি দাম: বাংলাদেশের চলচ্চিত্র এক নতুন প্রতিভার আবির্ভাব

বাংলাদেশের চলচ্চিত্র শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করা যেতে পারে অল্প বা মাঝামাঝি হয়ে যাওয়া একটি বিষয়।…

1 day ago

কুরুচিকর ভাষার প্রতিযোগিতা বন্ধে কমিশনের চিঠি প্রধান প্রধান রাজনৈতিক দলগুলিকে

দেশ জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় বইছে। সেই সঙ্গে সমানতালে চলছে একে অপরকে আক্রমণের পালা। পক্ষ…

1 day ago
https://www.banglaexpress.in/ Ocean code: