ঝকঝকে শহর হবে দার্জিলিং , মুখ্যমন্ত্রী মমতা জানালেন


বুধবার,১৭/০৬/২০১৫
770

 খবরইন্ডিয়াঅনলাইনঃ    “ক্লীন সিটি” করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পাহাড়ের পরিবেশ পরিবেশবান্ধব করার জন্য প্লাস্টিক ব্যবহারের উপর নিয়ন্ত্রন আনতে চায় রাজ্য।পাহাড়বাসীর স্বাস্থ্য সম্মত টয়লেট পরিষেবা দেওয়ার জন্য বাড়ি ও স্কুলে বাথরুম করার জন্য এদিন টাকা বরাদ্দ করেছেন তারা।বুধবার দার্জিলিং এ বিমল গুরুং দের সাথে বৈঠক শেষ করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের এই খবর দিয়েছেন। পাহাড়ের পর্যটন পরিষেবাই পাহাড়ের অর্থনীতির মেরুডন্ড বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।পাহাড় ঠিক থাকলেই পাহাড়ের মানুষ ঠিক থাকবেন।পাহাড়ে জিটিএর সাথে কাধে কাধ মিলিয়েই উন্নয়ন করতে চায় রাজ্য বলে মুখমন্ত্রী । রিচমন্ড হিলে একটি পর্যটক আবাস করা হবে।সান্দাকফু,ফালুট পর্যন্ত যতোটা পাড়া যায় রাস্তার উন্নতি করা হচ্ছে।পাহাড়ের পরিকাঠামো উন্নয়ন করতে যৌথভাবে জিটিএর সাথে কাজ করবে রাজ্য সরকার এটাই আমার মনের কথা বললেন মুখ্যমন্ত্রী।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট