রাজ্য সুপ্রিম কোর্ট যাচ্ছেন, সচিব আইন নিয়ে


শুক্রবার,১৯/০৬/২০১৫
573

 খবরইন্ডিয়াঅনলাইনঃ    আগামীকালই সুপ্রিম কোর্টে আবেদন জানাতে যাচ্ছে রাজ্য সরকার।সারদার পর এই মামলাতেও সওয়াল করতে দেখা যেতে পারে কংগ্রেস নেতা তথা বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বলকে। গত ১ জুন তৃণমূল সরকারের তৈরি পরিষদীয় সচিব আইনকে অবৈধ এবং অসাংবিধানিক বলে রায় দেয় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পদ হারান ২৬ জন পরিষদীয় সচিব। প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর মন্তব্য করেন, পরিষদীয় সচিবের নাম করে প্রকারান্তরে, এঁদের মন্ত্রীই করা হচ্ছে। চুপ করে নেই বিরোধীরাও। তাদের কটাক্ষ, সবাইকে তো আর মন্ত্রী করা সম্ভব নয়, তাই ক্ষোভ সামাল দিতেই জনগণের টাকা নয়ছয় করে এই ব্যবস্থা সরকারের। এই নিয়ে বিতর্ক বাড়ছে দেখে বিধানসভার সরকার পক্ষের মুখ্য সচেতক শোভনদেব চট্টোপাধ্যায় পরিষদীয় সচিবদের সুবিধা প্রত্যাহার করে নেওয়ার কথা সংবাদমাধ্যমকে জানান।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট