প্রদীপ কুন্ডুঃ দীর্ঘদিন থেকেই পতঞ্জলি যোগ সমিতি তুফানগঞ্জ মহকুমায় বিভিন্ন বিদ্যালয়ে প্রাঙ্গনে এবং আশ্রমে যোগাভ্যাস শিবির আয়োজন করে চলেছে। আজ ২১ শে জুন বিশ্ব যোগ দিবস উপলক্ষে সারা দেশের সাথে এই আনন্দঘন মুহূর্ত ভাগ করে নিল তুফানগঞ্জ পতঞ্জলি যোগ সমিতি। এর উদ্দেশ্যে হল বিশ্বশান্তি, মানসিক শক্তির বিকাশ, জীবনযাত্রার মাণ বাড়ানোর লক্ষ্যে যোগাসন চর্চা পতঞ্জলি যোগ সমিতি আজ দু’টি শিবির পরিচালনা করেছে। একটি তুফানগঞ্জ এন.এন.এম হাইস্কুল অডিটোরিয়াম এবং অন্যটি নিতাইগৌড় আশ্রম প্রাঙ্গনে। আশ্রমে যোগাভ্যাস শিবিরে মুখ্যচালিকা ছিলেন শুক্লা পণ্ডিত। অনুষ্ঠানে বিশিষ্ঠ সমাজসেবক এবং প্রাক্তন শিক্ষক রমেন ধর মহাশয় উপস্থিত ছিলেন।
যোগ দিবসে তুফানগঞ্জ মহকুমায় আলোড়ন ফেলে দিল যোগাভ্যাস
রবিবার,২১/০৬/২০১৫
386
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: