উত্তর দিনাজপুর জেলায় আন্তর্জাতিক যোগ দিবস পালন


রবিবার,২১/০৬/২০১৫
473

 বিকাশ সাহাঃ    এ এক নতুন সকাল দেখা গেল উত্তর দিনাজপুর জেলায়। যা এর আগে কোনও দিন দেখিনি  জেলাবাসী। এদিন ২১ শে জুন আন্তর্জাতিক যোগ দিবসে অংশগ্রহন করেছিলেন স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে জেলা প্রশাসনের পদস্ত আধিকারিকরা। সকাল সকাল গভীর ধ্যানে ডুবে গেলেন ছাত্র ছাত্রী, অভিভাবক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। রবিবার সকালে মিনিট খানিকের নিস্তব্ধতা যেন গ্রাস করেছিল জেলা জুড়ে। সকাল ৭ টা থেকে রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের বিস্তীর্ণ মাঠে  ৯০২ জন ছাত্র ছাত্রী যোগাসনে সামিল হন। রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের মাঠে মালদা ও দুই দিনাজপুর জেলার স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা যোগাসনে সামিল হয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন। টানা ৩৩ মিনিট ধরে যোগ ব্যাম করেন তাঁরা।  উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক রণধীর কুমার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও রায়গঞ্জ স্টেডিয়ামের মাঠে আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন। রায়গঞ্জের সাথে সাথে কালিয়াগঞ্জ, ইসলামপুর সহ জেলার অন্যান্য ব্লকেও এদিন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট