শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকাদের নিয়ে কালিয়াগঞ্জে কর্মশালা


সোমবার,২২/০৬/২০১৫
590

বিকাশ সাহাঃ    মিড ডে মিল ও সর্বশিক্ষা মিশনের নতুন ক্যাশবুক সম্পর্কে শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকাদের নিয়ে এদিন সোমবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিডিও অফিসে কর্মশালার আয়োজন করা হয়। বেলা ১২ টা নাগাত কালিয়াগঞ্জ বিডিও অফিসের হল ঘরে চলা এই কর্মশালায় উপস্থিত ছিলেন ব্লকের ৮৫ টি শিশু শিক্ষা কেন্দ্রের একজন করে প্রতিনিধি। কর্মশালায় মিড ডে মিল ও ক্যাশবুক সম্পর্কে সহায়িকাদের কাছ থেকে নানান প্রশ্ন উঠে আসে। নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেই সকল প্রশ্নের সমাধান সুত্র বাতলে দেন বিডিও অফিসের আধিকারিকরা। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীমন্ত মালিক, নোডাল অফিসার নারায়ণ হাঁসদা, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউটেন্ট(মিড ডে মিল) উৎপল সেন, মিড ডে মিলের সুপারভাইজার শ্রীহরি রায় সহ শিশু শিক্ষা কেন্দ্রের চার জন সুপারভাইজার।
কালিয়াগঞ্জ যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীমন্ত মালিক বলেন, বিভিন্ন সময় শিশু শিক্ষা কেন্দ্র গুলিতে বিডিও অফিসের টিম পরিদর্শনে গিয়ে দেখেছেন সহায়িকারা এই ক্যাশবুক পরিচালনা করার ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকে এই ক্যাশবুক সম্পর্কে ঠিকমত জানেন না। সেই কারণে আজ আমরা এই কর্মশালার আয়োজন করেছি।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট