মোবাইল ফোন আর টেবলেটের জন্য স্বয়ংপূর্ণ সুরক্ষা


মঙ্গলবার,২৩/০৬/২০১৫
885

সত্যজিৎ চক্রবর্তীঃ অ্যাপসডেলি সালিউশন প্রাইভেট লিমিটেড, ভারতের অগ্রণী মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্ট আর ডিস্ট্রিবিউসন কোম্পানী। অ্যাপসডেলির ‘ মোবাইল প্রোটেকশন ‘ প্রস্তুত করল। যা কিনা মোবাইল বা টেবলেট চুরি, ক্ষতি বা ভাইরাস -এর হাত থেকে সম্পূর্ণ সুরক্ষার সমাধান করবে। এর ফলে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া জিনিসটির খোঁজ করতে পারবে জিপিআরএস ট্র্যাকিং -এর মাধ্যমে, এবং দুর থেকেও মোবাইলের মাধ্যমে তা দেখতে পারবেন। আর এর এন্টিভাইরাস বা ক্ষতিকারক ভাইরাস এবং কিছু ক্ষতিকারক অ্যাপলিকেশন কে স্ক্যান করতে পারবে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট