ইটাহার গ্রুপ বিদ্যুৎ বণ্টন দপ্তরে ভাঙচুর চালাল একদল উত্তেজিত গ্রামবাসী


বুধবার,২৪/০৬/২০১৫
607

বিকাশ সাহাঃ     বিক্ষোব দেখাতে এসে বিদ্যুৎ বণ্টন দপ্তরে ভাঙচুর চালাল একদল উত্তেজিত গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার গ্রুপ বিদ্যুৎ বণ্টন দপ্তরে। উল্লেখ্য বিদ্যুতের ট্রান্সফর্মা খারাপ হয়ে থাকার কারণে গত এক সপ্তাহ ধরে ইটাহার ব্লকের গুলন্দর ও কাপসিয়া অঞ্চলের তিনটি গ্রাম ঘন অন্ধকারে ডুবে রয়েছে। বিদ্যুৎ বণ্টন দপ্তরে বারবার বলা শর্তেও ট্রান্সফর্মা মেরামত বা নতুন ট্রান্সফর্মা লাগানোর প্রয়োজন মনে করেননি বিদ্যুৎ বণ্টন দপ্তর, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। ফলে প্রচণ্ড গরমের মধ্যে সপ্তাহ খানিক ধরে বিদ্যুৎ না থাকায় তিনটি গ্রামের শতাধিক মানুষ এদিন বুধবার দুপুরে বিক্ষোব দেখাতে ইটাহার বিদ্যুৎ বণ্টন দপ্তরে আসেন। সেই সময় বিদ্যুৎ বণ্টন দপ্তরের ষ্টেশন ম্যানেজারের দেখা না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর শেষে বিদ্যুৎ বণ্টন দপ্তরের আধিকারিকের কাছ থেকে তেমন কোনও ইতিবাচক আশ্বাস না পেয়ে গ্রামবাসীরা বিদ্যুৎ বণ্টন দপ্তরে ভাঙচুর চালাতে শুরু করেন। আন্দোলনকারীরা অফিসের দরজা, জালানা সহ আসবারপত্র ভেঙ্গে তছনছ করে দেয়। ঘটনার খবর পেয়ে ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। তিনজন ভাংচুরকারিকে পুলিশ আটক করলেও বাকিরা দৌড়ে পালিয়ে যায়।
ইটাহার থানার ওসি এনটি ভুটিয়া বলেন, বিদ্যুৎ বণ্টন দপ্তরের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করলে ধৃতদের গ্রেপ্তার করে আইন মাফিক ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যুৎ বণ্টন দপ্তরের তরফ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানা গিয়েছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট