মামলা গ্রহণ করল দিল্লির কোর্ট , স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা নিয়ে


বুধবার,২৪/০৬/২০১৫
304

খবরইন্ডিয়াঅনলাইনঃ   শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ গৃহীত দিল্লির পাটিয়ালা আদালতে। বিতর্ক যেন পিছু ছাড়ছে না বিজেপির। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে মামলাটি এদিন গৃহীত হল আদালতে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২৮ অগাস্ট। সেদিন অভিযোগ সংক্রান্ত তথ্য প্রমাণ নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত। স্মৃতির বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেছেন আহমের খান নামে জনৈক লেখক।লোকসভা ও রাজ্যসভা নির্বাচনে লড়ার জন্য নির্বাচন কমিশনে দাখিল করা তিনটি হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভিন্ন তথ্য দিয়েছেন। আহমের খানের অভিযোগ, ২০০৪-এর এপ্রিলে স্মৃতি জানিয়েছিলেন, তিনি ১৯৯৬ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে করেসপন্ডেন্স বা লং ডিসট্যান্স কোর্সে বিএ পাস করেছেন। কিন্তু গত বছর লোকসভা ভোটে অমেঠি থেকে প্রার্থী হওয়ার সময় পেশ করা মনোনয়নে তিনি জানান, দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওপেন লার্নিং থেকে তিনি বাণিজ্যে স্নাতক ডিগ্রির পড়াশোনা করেছেন।এই পরস্পরবিরোধী তথ্য দেওয়ায় এই অভিযোগ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট