বিকাশ সাহাঃ মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার পুলিশের উদ্যোগে মাদক দ্রব্য বর্জন বিষয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের নিয়ে প্রায় ঘণ্টা খানিক ধরে চলে এই সচেতনতা শিবির। হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের শিক্ষক ছাড়াও এদিনের সচেতনতা শিবিরের উপস্থিত ছিলেন হেমতাবাদ থানার পুলিশ আধিকারিকরা। হেমতাবাদ থানার পুলিশ আধিকারিক গোপীনাথ দাস তরুন সমাজের সামনে নেশার ক্ষতিকারক দিকগুলি তুলে ধরার পাশাপাশি তাদের এব্যাপারে সতর্ক হতে বলেন।
হেমতাবাদ থানার পুলিশের উদ্যোগে মাদক দ্রব্য বর্জন বিষয়ে সচেতনতা শিবির
সোমবার,২৯/০৬/২০১৫
525
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: