বাড়ি ছাড়ার হুমকি, সন্দেহ এইডসে আক্রান্ত !


মঙ্গলবার,৩০/০৬/২০১৫
390

খবরইন্ডিয়াঅনলাইনঃ    মারণ রোগ এলাকায় ছড়িয়ে পড়তে পারে এই ভয়ে এইচআইভি আক্রান্ত সন্দেহে এক মহিলাকে বাড়ি ছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ উঠল বাড়ি মালিকের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার বামুনগাছি এলাকার ঘটনা।যদিও পরে জানা যায় বছর ৪৫-এর ঐ মহিলা হেপাটাইটিস সি রোগে আক্রান্ত। কিন্তু প্রশ্ন উঠছে যে লক্ষ লক্ষ টাকা খরচ করে সরকার মানুষ কে এইডস সম্পর্কে সচেতন করার যে চেষ্টা করছে তার সাফল্য কোথায়? এইডস কোন ছোঁয়াচে রোগ নয় এটুকু সচেতনতা কলকাতা সংলগ্ন এলাকায় যদি না থাকে তাহলে প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা তো নিশ্চিতভাবে আরও অন্ধকারে। সারা বছর এইডস সম্পর্কে সচেতন করার জন্য বিভিন্ন অনুষ্ঠান,কর্মসূচি নেওয়া হয় কোটি কোটি টাকার বিজ্ঞাপন টিভিতে,পেপারে দেওয়া হয় তাতে লাভবান হয় ঐ সব সংস্থা কিন্তু আখেরে কাজের কাজ কিছুই যে হয় না ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট