শিক্ষক শিক্ষিকারা অনিয়মিত বিদ্যালয়ে আসার প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ হেমতাবাদে


বৃহস্পতিবার,০২/০৭/২০১৫
631

বিকাশ সাহাঃ    দিনের পর দিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অনিয়মিত বিদ্যালয়ে আসার প্রতিবাদে এদিন বৃহস্পতিবার সকালে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের ডেহুচী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে এসে বিক্ষোব দেখাল অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ, এই বিদ্যালয়ে ১০০ জন ছাত্র ছাত্রীর জন্য মোট ৫ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। কিন্তু তাঁরা সময় মত বিদ্যালয়ে আসেন না। বিদ্যালয়ে এলেও নিজেদের ইচ্ছে মত বিদ্যালয় থেকে যখন খুশি বেড়িয়ে যান। এদিন বৃহস্পতিবার ২ জন শিক্ষক সঠিক সময়ে বিদ্যালয়ে আসলেও বাকিরা দেরী করে আসায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। ক্ষিপ্ত গ্রামবাসীরা দেরী করে আসা শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ে প্রবেশ করতে বাঁধা দেন। অভিভাবকরা বলেন, শিক্ষক শিক্ষিকার বিদ্যালয়ে সঠিক সময়ে না আসার কারণে পড়াশুনার ক্ষেত্রে পিছিয়ে পড়ছে ছাত্র ছাত্রীরা। ফলে শিশুদের ভবিষ্যৎ দিনের পর দিন অন্ধকারে ডুবে যাচ্ছে।
অভিভাবকদের সঙ্গোবদ্ধ বিক্ষোবের চাপে পরে ডেহুচী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ভৌমিক অভিভাবকদের অভিযোগ শিকার করে বলেন, শিক্ষক শিক্ষিকারা আগামীতে যেন সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত হন সে ব্যাপারে করা পদক্ষেপ নেওয়া হবে।RSCN7246

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট