বিকাশ সাহাঃ আসন্য বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ও দলকে শক্তিশালী করার লক্ষে কালিয়াগঞ্জ শহর তৃনমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এদিন রবিবার কর্মীসভার আয়োজন করা হয়। এদিন বিকেলে কালিয়াগঞ্জের মারোয়াড়ী পট্টি এলাকায় একটি বেসরকারী ভবনে এই কর্মীসভার আয়োজন করা হয়। তৃনমূল কংগ্রেসের কালিয়াগঞ্জ শহর কমিটির নতুন সভাপতি কমল ঘোষ সহ কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে কর্মী সভায় আলাপচারিতায় উঠে আসে দলের শৃঙ্খলা বজায় রাখার কথা। এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক অসিম ঘোষ, প্রাক্তন শহর তৃনমূল কংগ্রেস সভাপতি জয়ন্ত সাহা, মদন গোপাল কর্মকার, বর্ষীয়ান নেতা মনোরঞ্জন লাহা সহ প্রমুখ।
তৃনমূল কংগ্রেসের নেতৃত্বদের বক্তব্যে উঠে আসে ৩৪ বছরের বামফ্রন্ট সরকার যুবকদের মধ্যে হতাশার সৃষ্টি করেছে। সেই সঙ্গে কর্মী ও নেতৃত্বদের উদ্দেশ্যে বলা হয় প্রক্যাশে সংবাদ মাধ্যমে মুখ না খুলে নিজেদের মধ্যে আলাপচারিতায় সমস্যার সমাধান করতে।
কালিয়াগঞ্জ শহর তৃনমূল কংগ্রেস কমিটির কর্মীসভা
রবিবার,০৫/০৭/২০১৫
377
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: