সিটি সেন্টার-২ পূর্বাঞ্চলে প্রথম ই – আইসিইউ চিকিৎসা চালু হল


সোমবার,০৬/০৭/২০১৫
689

সত্যজিৎ চক্রবর্তীঃ কলকাতা সল্টলেকে সিটি সেন্টার – ২ টে এক পাঁচতারা হোটেলে পূর্বাঞ্চলের প্রথম ই – আইসিইউ -র উদ্বোধন হল। উদ্বোধন করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচায। এর ফলে বিশেষজ্ঞ চিকিৎসকরা শহরে বসেই পরিষেবা পৌঁছে দিতে পারবেন। এই পরিষেবা ব্যবস্থা করলেন মেডিকেল হাসপাতালের বিশেষজ্ঞরা। তার পরেই চিকিৎসা দিবসকে সামনে রেখে স্বাস্থ্য সংক্রান্ত একটি প্রশ্ন – উত্তরের ব্যবস্থা করা হয়েছিল। আয়োজকে ছিলেন বেঙ্গল চেম্বার অফ কমাস ও ইন্ডিয়ান মেডিকেল এসোশিয়েশনের রাজ্য শাখা। স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তাদের পাশাপাশি বিভিন্ন সরকারী – বেসরকারী হাসপাতালের প্রধানরা এবং বিশিষ্ট চিকিৎসকরা এখানে অংশ নিয়েছিলেন। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচায এক সাক্ষাৎকারে বলেন, বর্তমানে বেসরকারী হাসপাতালেও আগামী দিনে সরকারী হাসপাতালে -এর পরিষেবার ব্যবস্থা করা হবে, এই রকম আশ্বাস দিলেন সাংবাদিকদের।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট