কুণাল ঘোষকে মানা, প্রভাবশালীদের নাম না জানাতে !


বুধবার,০৮/০৭/২০১৫
754

খবরইন্ডিয়াঅনলাইনঃ     কুণাল ঘোষ এদিন নগর দায়রা আদালতে তাঁকে হাজির করা হলে কিছু প্রভাবশালীর নাম না করতে তাকে জোর করছে পুলিশ বলে বিচারকের সামনে অভিযোগ করেন কুনাল ঘোষ। এর আগে ৩০ জুন বিধাননগর আদালতের কোর্ট লকআপে তাঁকে পুলিস মারধর করে বলেও অভিযোগ করার পর এদিনও নগর দায়রা আদালতে বিচারকের কাছে কুণাল অভিযোগ করেন, সারদা মামলায় জড়িত কিছু প্রভাবশালীর নাম বলতে চান তিনি। কিন্তু পুলিশ জোর করে তাঁর মুখ বন্ধ করতে চাইছে। সারদা মামলায় কোনও প্রভাবশালীর নাম বলা যাবে না, এই মর্মে ক্রমাগত পুলিস তাঁর ওপর চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ কুণালের। সেজন্য তার ওপর নির্যাতনও চালিয়েছে পুলিশ। জেল থেকে আদালতে বন্দিকে আনার দায়িত্ব পুলিশের তাই ভবিষ্যতে এধরনের অভিযোগ যেন না আসে সে দিকে নজর দেওয়ার জন্য  নির্দেশ দিয়েছেন বিচারক । ( ফাইল চিত্র )।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট