জাতীয় সংগীত নিয়ে বিতর্ক


বৃহস্পতিবার,০৯/০৭/২০১৫
263

খবরইন্ডিয়াঅনলাইনঃ     জাতীয় সংগীত আবার সেই পুরনো বিতর্ক! আবার সেই পুরনো প্রস্তাব! পাল্টে যাবে জাতীয় সংগীত? বাদ পড়বে ‘অধিনায়ক’ শব্দটি? বিতর্কটি ফিরিয়ে আনলেন রাজস্থ’স্থানের রাজ্যপাল কল্যাণ সিং। কিন্তু ভিন্নমত প্রকাশ করলেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। দুজনেই পূর্ব পরিচয়ে গৈরিক শিবিরের সদস্য।

গত মঙ্গলবার রাজস্থান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে কল্যাণ সিং জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সংগীতে ‘অধিনায়ক’ শব্দটি ইংরেজদের সন্তুষ্ট করার জন্য ব্যবহার করা হয়েছে। কারণ তখন ‘অধিনায়ক’ বা শাসক তারাই। শুধু আপত্তি তোলাই নয়, কল্যাণ সিং ‘অধিনায়ক’-এর জায়গায় ‘জনগণমন মঙ্গল গায়ে’ ব্যবহার করার প্রস্তাবও দেন।

গতকাল বুধবার সকালেই টুইটে ভিন্ন মত প্রকাশ করলেন তথাগত রায়। তিনি প্রশ্ন তোলেন, স্বাধীনতার পর ৬৭ বছর পেরিয়ে এসেছে। তাহলে ‘অধিনায়ক’ বলতে কেন ইংরেজ শাসক বোঝাবে? জাতীয় সংগীতে কোনো পরিবর্তন ঠিক নয় বলে মনে করেন তথাগত রায়।

‘অধিনায়ক’ নিয়ে এই বিতর্ক নতুন নয়। ১৯১১ সালে গানটি লেখার পরই বিতর্ক শুরু হয়। ওই সময়ে ভারত সফরে এসেছিলেন রাজা পঞ্চম জর্জ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট