মশা ‘র কামড় প্রতিযোগিতা হল স্বল্প বসনা তরুণীদের মধ্যে


বৃহস্পতিবার,১৬/০৭/২০১৫
540

খবরইন্ডিয়াঅনলাইনঃ    মশার কামড় খেতে কার ভালো লাগে। কিন্তু এই বিরক্তিকর পতঙ্গের কামড় খাওয়ার জন্য রাশিয়ায় রীতিমত প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উরাল পর্বতমালার বেরেয নিকি শহরের একটি পুকুরে প্রতি বছরের ১৭ই জুলাই স্থানীয়রা জড়ো হন এই উৎসবে যোগ দিতে। সেখানে প্রতিযোগিতা হয় কে কত বেশি মশার কামড় সহ্য করতে পারেন।

একটা প্রতিযোগিতার নাম ‘মোস্ট ডিলিশিয়াস গার্ল’। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মেয়েদের সংক্ষিপ্ত পোশাকে দাঁড়িয়ে থাকতে হয় বিশ মিনিট। এই সময়ের মধ্যে যাকে সবচেয়ে বেশি মশা কামড় দেবে, তিনিই হবেন প্রতিযোগিতায় বিজয়ী।

বিচারকদের মধ্যে থাকবেন একজন ডাক্তারও।

উৎসবের আরেকটি আকর্ষণীয় ইভেন্ট হচ্ছে মশা ধরার প্রতিযোগিতা। যে যত বেশি জীবিত মশা ধরতে পারবে, সেই হবে বিজয়ী।

রাশিয়ার এই মশা উৎসব শুরু হয় দুবছর আগে। এর মধ্যেই সাড়া ফেলে দিয়েছে এই উৎসব।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট