সিআইডি হেপাজতে গোদালা কিরণ কুমার


শুক্রবার,১৭/০৭/২০১৫
562

খবরইন্ডিয়াঅনলাইনঃ   গোদালা কিরণ কুমারের ৪ দিনের সিআইডি হেপাজতের নির্দেশ দিয়েছেন এসিজেএম দেবাঞ্জন ঘোষ। ২০১৩ সালের ৩ অগাস্ট এসজেডিএর তরফে গোদালার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, ময়নাগুড়িতে শ্মশানে বৈদ্যুতিন চুল্লি নির্মাণ কাজ শেষের আগেই তিনি ঠিকাদার সংস্থাকে দিয়ে দেন ৯ কোটি ৭৪ লাখ টাকা। সেই অভিযোগের প্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনের ৪০৯, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪৭৭, ৪২০ ধারা এবং দুর্নীতি দমন আইনে অভিযোগ আনা হয়েছে। এদিন তদন্তকারীরা বলেন “অভিযুক্ত কাজ শেষের আগেই টাকা দিয়েছিলেন। তিনি ঘুষ নিয়ে এই কাজ করে থাকতে পারেন।” আর ওই ঘুষের টাকা পুনরুদ্ধার করতেই তাঁকে নিজেদের হেপাজতে নিতে চাওয়ার পক্ষে সওয়াল করে সিআইডি। এর বিরোধিতা করে গোদালা কিরণ কুমারের আইনজীবী তড়িৎ ওঝা ও অত্রিদেও শর্মা অভিযুক্তের জামিনের আবেদন করেন। আদালতকে তাঁরা বলেন, “অভিযুক্ত পদস্থ সরকারি আমলা। তাঁর পালিয়ে যাওয়ার প্রশ্ন নেই বলেই আগের মামলায় তাঁকে জামিন দেওয়া হয়েছিল। উভয় পক্ষের বাদানুবাদ শোনার পর গোদালা কিরণ কুমারের জামিনের আবেদন নাকচ করে শিলিগুড়ি এসিজেএম আদালত তাকে ৪ দিনের সিআইডি হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট