পথে নামতে হল বামেদের, দুর্নীতির প্রতিবাদে


মঙ্গলবার,২১/০৭/২০১৫
715

খবরইন্ডিয়াঅনলাইনঃ    কেন্দ্র রাজ্যের দুর্নীতি নিয়ে সরব হয়ে রাস্তাই নামলেন বাম প্রতিনিধি দল। এদিন ১৭ টি বাম প্রতিনিধি দল দিল্লি ও কলকাতা তে দুপুর ২টোয় প্রতিবাদ মিছিল শুরু করে। কলেজ স্ক্যোয়ার থেকে শুরু করে এস এন ব্যানার্জি ধরে গিয়ে শেষ হবে ধর্মতলার কাছে রানি রাসমণি অ্যাভিনিউয়ে। মিছিলের নেতৃত্বে রয়েছেন বিমান বসু ও সূর্যকান্ত মিশ্র। এদিন প্রথম থেকেই বামেদের নিশানায় ছিলেন মোদী-মমতা । সারদা, ব্যাপম ও ললিত কান্ডের দুর্নীতি নিয়ে সরব হলেন বাম নেতৃত্ব। ২১ শে জুলাই এর আগে মমতাকে হুঁশিয়ারি সূর্যকান্তের। দুর্নীতির টাকায় তৃণমূল মন্ত্রীদের সম্পত্তি হয়েছে। সেই সকল সম্পত্তি বিক্রি করে টাকা ফেরাতে হবে বলেও দাবী করেন তিনি। মদন মিত্রকে মন্ত্রিত্ব থেকে সরানোর দাবীও জানান তিনি। টেট দুর্নীতি নিয়েও মমতাকে কটাক্ষ করেন। সংসদে প্রধানমন্ত্রী কেও নিশানা করেন সূর্যকান্ত মিশ্র। মমতার দুর্নীতি দেখতে পাচ্ছেন না মোদী আবার মোদীর দুর্নীতিও দেখতে পাচ্ছেন না মমতা।আগামী ১০ তারিখ কৃষক দের সাথে বামেরাও নবান্ন অভিযান যাবেন এবং সেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকার জন্য চ্যালেঞ্জ জানিয়েছেন সূর্যকান্ত মিশ্র। দুর্নীতিবাজদের আখড়াই পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেস বলে এদিন মন্তব্য করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট