বিকাশ সাহাঃ কৃষকরা তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পেয়ে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। আত্মঘাতী কৃষক পড়িবারকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। নরেন্দ্র মোদী সরকারের কৃষক স্বার্থ বিরোধী সর্বনাশা জমি অধিগ্রহন অর্ডিন্যান্স বিল প্রত্যাহার করতে হবে। কেন্দ্র ও রাজ্য সরকারের ভ্রান্ত নীতির ফলে উত্তর দিনাজপুর জেলায় ২৪ লক্ষ মানুষের মধ্যে ১১ লক্ষ ৫৯ হাজার মানুষ ডিজিটাল রেশন কার্ড থেকে বঞ্চিত। ডিজিটাল রেশন কার্ডের পরিকল্পনা বাতিলের দাবী সহ মোট ১৬ দফা দাবীর ভিত্তিতে এদিন বুধবার দুপুরে রায়গঞ্জ সদর মহকুমা শাসককে ডেপুটেশন দিল সারা ভারত কৃষক সভা। ডেপুটেশন দেওয়ার আগে কর্ণজোরা মেইন গেটের সামনে কয়েক হাজার মানুষের সমাবেশ সংগঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন, সিপিআইএমের জেলা সম্পাদক অপূর্ব পাল, রবি পুততুন্ড, উত্তম পাল, দিলিপ দাস, ভাসান রায় সহ প্রমুখ। সমাবেশ শেষে হাজারো মানুষের মিছিল জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে আসার পর সংগঠনের তরফ থেকে রায়গঞ্জ সদর মহকুমা শাসককে ডেপুটেশন দেওয়া হয়।
সারা ভারত কৃষক সভার ডেপুটেশন ; রায়গঞ্জে
বুধবার,২২/০৭/২০১৫
460
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: