তৃনমূল কংগ্রেসের ফ্লাগ ফেস্টুন ছাড়াই হেমতাবাদ থানায় বিক্ষোব সমাবেশ


বৃহস্পতিবার,২৩/০৭/২০১৫
624

বিকাশ সাহাঃ    তৃনমূল কংগ্রেসের সক্রিয় কর্মী খোকন আহমেদ আক্রান্ত হওয়ার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবীতে এদিন বৃহস্পতিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানায় বিক্ষোব সমাবেশ করে তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। খোকন বাবুর শুভাকাঙ্ক্ষীরা তৃনমূল কংগ্রেসের ফ্লাগ ফেস্টুন ছাড়াই এই আন্দোলনে অংশগ্রহণ করেন বলে দাবী খোকন বাবুর। উল্লেখ্য, ২১ শে জুলাই কোলকাতায় শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেস কর্মীদের গত ১৯ শে জুলাই সন্ধ্যায় রায়গঞ্জ রেল ষ্টেশনে ট্রেনে তুলে দিতে যায় খোকন বাবু। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতিরা ধারল অস্ত্র নিয়ে খোকন বাবুর উপর চড়াও হয় বলে অভিযোগ। অস্ত্রের আঘাতে তাঁর চোখের বাঁদিকে গভীর ক্ষতের সৃষ্টি হয়। তাঁকে হেমতাবাদ ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও পরে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ক্ষতস্থানে সাতটি সেলাই পরে তাঁর। সেদিনই হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন খোকন বাবু। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাতেই মানিক ভট্টাচার্য নামে এক ব্যক্তিকে আটক করে হেমতাবাদ থানার পুলিশ।
খোকন আহমেদ বলেন, আমি তৃনমূল কংগ্রেসের সংগ্রামী নেতা। হেমতাবাদ ব্লকের বহু তৃনমূল কংগ্রেস কর্মীর ভবিষ্যৎ নির্ভর করে আমার হাতে। আগামী বিধানসভা নির্বাচনে হেমতাবাদ বিধানসভা কেন্দ্র তৃনমূল কংগ্রেসের দখলে আসার সম্ভাবনা রয়েছে। তারজন্য ষড়যন্ত্র করে আমার প্রাণহানির চেষ্টা করা হচ্ছে। আসামীকে পুলিশি হেপাজতে নিয়ে কে কে এই চক্রান্তের সঙ্গে জড়িত তাঁদের গ্রেপ্তারের দাবী জানিয়েছি আমরা।RSCN7246

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট