বোরখা নিষিদ্ধই থাকছে মেডিকেল পরীক্ষায়


শনিবার,২৫/০৭/২০১৫
378

খবরইন্ডিয়াঅনলাইনঃ  সুপ্রিম কোর্ট শুক্রবার বোরকা পরে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে। স্বল্প পরিচিত মুসলিম সংগঠন এসআইওআই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়েছিল।

এর আগে কেরালা হাইকোর্ট অল ইন্ডিয়া প্রি-মেডিকেল টেস্টে ফুল-স্লিভড ড্রেসের সঙ্গে হেড স্কার্ফ নিষিদ্ধ করেছিল।

আদালতে বাদিদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট সঞ্চয় হেড়ে বলেন, এটা ধর্মীয় বিশ্বাসের ব্যাপার। মুসলিম মেয়েদের ধর্মীয় কারণেই পুরো দেহ ঢেকে রাখতে বোরকা পরা প্রয়োজন। তাদের জন্য ছাড় দেয়া না হলে তারা হয়তো পরীক্ষা দেবে না।

আদালত তার রায়ে জানান, সিবিএসই পরীক্ষাকে নিরপেক্ষ ও দুর্নীতিহীন রাখার জন্যই ড্রেস কোড প্রবর্তন করেছে। এটা মাত্র তিন ঘণ্টার ব্যাপার। পরীক্ষার পর আবার তারা পোশাক পরতে পারবে।

সিবিএসআই স্কার্ফ, হেয়ার পিন, হেয়ার ব্যান্ড, বড় বোতাম নিষিদ্ধ করেছে। তারা বলছে, অনেকে এগুলো ব্যবহার করে পরীক্ষায় নকল করে।

 

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট