বিকাশ সাহাঃ যে সমস্ত রাজ্যে আগামী বছর বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই সমস্ত রাজ্যে যুব কংগ্রেসকে শক্তিশালী করার লক্ষ্যে রাহুল গান্ধীর নির্দেশে কাজ শুরু হয়েছে। এদিন শনিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এসে একথা বললেন যুব কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক বিবেক কাটার। এদিন দুপুরে কংগ্রেসের জেলা কার্যালয়ে যুব কংগ্রেসের একটি সভায় উপস্থিত ছিলেন তিনি।
এদিন বিবেক বাবু সাংবাদিক সম্মেলনে বলেন, পশ্চিমবঙ্গের ব্লকে ব্লকে নতুন কমিটি গঠন করে যুব কংগ্রেসকে নির্বাচনী লড়াইয়ের ময়দানে আনতেই রাহুল গান্ধীর নির্দেশেই তাঁর জেলা সফর। যুব কংগ্রেসকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী ৩১ তারিখ যুব কংগ্রেসের সর্ব ভারতীয় সভাপতি অমৃত সিং রাজব কোলকাতায় আসবেন। তিনি রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্রের যুব কংগ্রেস প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে যুব কংগ্রেসের ভুমিকা নিয়ে আলোচনা করবেন তিনি।
এদিনের সভায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জ পৌরসভার পৌরপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত, কালিয়াগঞ্জের বিধায়ক প্রমথ নাথ রায়, কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি অরুন দে সরকার, জেলা যুব কংগ্রেস সভাপতি মানষ ঘোষ সহ প্রমুখ।
রায়গঞ্জের সভায় যোগ দিলেন যুব কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক
শনিবার,২৫/০৭/২০১৫
425
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: