যাবজ্জীবন বহাল থাকলো রাজীব গান্ধীর হত্যাকারীদের


বুধবার,২৯/০৭/২০১৫
321

 খবরইন্ডিয়াঅনলাইনঃ   রাজীব গান্ধীর তিন হত্যাকারীর ফাঁসির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। খারিজ হয়ে গেল কেন্দ্রের পুনর্বিবেচনার আর্জি। তবে হত্যাকারীদের যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।

গত সপ্তাহেই কেন্দ্রের তরফে শীর্ষ আদালতে আর্জি জানানো হয়, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর হত্যাকারীদের কোনও ভাবেই নরম মনোভাব দেখিয়ে শাস্তি মকুব করা যাবে না। এরমধ্যেই তামিলনাড়ু সরকারের তরফে আবেদন করা হয়েছিল রাজীব হত্যার সাত দোষী সাব্যস্তের শাস্তি মকুব করা হোক। তামিলনাড়ু সরকারের সেই আর্জির প্রেক্ষিতে পাল্টা সওয়াল করেন সলিসিটর জেনারেল রঞ্জিত কুমার। তিনি বলেন  প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীকে হত্যা করা হয়েছিল এবং এই হত্যার চক্রান্তে যুক্ত ছিল দেশী ও কিছু বিদেশী। তাদের প্রতি কোনওভাবেই কোনও নরম মনোভাব দেখানো উচিত্ নয়। বিচারকদের যে বেঞ্চের সামনে সওয়াল রেখেছিলেন সলিসিটর জেনারেল সেখানে ছিলেন প্রধান বিচারপতি এইচ এল দত্তু, ফকির মহম্মদ ইব্রাহিম কালিফুল্লা, বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ, বিচারপতি অভয় মনোহর সাপ্রে এবং বিচারপতি উদয় উমেশ ললিত। রাজীব হত্যাকারী মুরুগানের হয়ে সওয়াল করেছিলেন আইনজীবী রাম জেঠমালানি এবং তামিলনাড়ু সরকারের হয়ে সওয়াল করেছিলেন রাকেশ দ্বিবেদী।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট