খবরইন্ডিয়াঅনলাইনঃ কটূক্তি করার অপরাধে এক কিশোরকে খুঁটিতে বেঁধে মারধর করে, বিদ্যুতের শক দেওয়ার অভিযোগ উঠেছে ওই ছাত্রীর পরিবারের বিরুদ্ধে। গত মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে ফালাকাটা থানার উমাচরণপুর গ্রামে। স্থানীয় এক স্কুলের দশম শ্রেণির ওই ছাত্রী তার মেসো মশাইকে অভিযোগ করে, তার সহপাঠী তার উদ্দেশে কটূক্তি করেছে। তার পরেই ওই কিশোরকে ধরে একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে প্রায় আধঘণ্টা মারধর করেন ছাত্রীর মেসো মশাই। তারপর ছাত্রটিকে একটি মোটরবাইকে চাপিয়ে মাদারিহাট থানা এলাকায় ওই ছাত্রীর বাড়িতে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানে একটি ঘরে ওই ছাত্রকে ঢুকিয়ে তার হাতের আঙুল হাতুড়ি দিয়ে ভেঙে দেওয়া হয়। ওই ছাত্রের যৌনাঙ্গে আঘাত করে, ছেলেকে উদ্ধার করতে গেলে তাঁর মাকে মারধর করে শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ হয়েছে। সংজ্ঞাহীন অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে মাদারিহাট থানার পুলিশ।সংজ্ঞাহীন অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে মাদারিহাট থানার পুলিশ। সে এখন শিলিগুড়ির নার্সিং হোমে ভর্তি। ওই কিশোরের বাবা বলেন, ‘‘ছেলের মুখ থেকে গলগলিয়ে রক্ত পড়ছিল। চিকিৎসকেরা বলেছেন বিদ্যুতের শক দেওয়াতে ওর অনেক ক্ষতি হয়েছে। ফুসফুসে রক্ত জমাট বেঁধেছে। অপারেশন করতে হবে।’’ থানায় ওই ছাত্রের পরিবারের তরফে ১০ জনের নামে অভিযোগ করা হয়।
Auto Amazon Links: No products found.