আর্সেনালের জয় হল


রবিবার,০২/০৮/২০১৫
513

খবরইন্ডিয়াঅনলাইনঃ  একটা সত্যি কথা আছে,   স্কটিশ রাজা রবার্ট ব্রুস নাকি ৭ বারের চেষ্টায় রাজ্য পুনোরুদ্ধার করেছিলেন। জোসে মরিনহোর বিপক্ষে একটি ম্যাচ জিততে এর চেয়েও বেশি চেষ্টা করতে হয়েছে আর্সেনি ওয়েঙ্গারকে। অবশেষে ১৪ বারের চেষ্টার ধারাবাহিকতায় রবিবার সফল হয়েছেন এই ফুটবল কোচ। ‘স্পেশাল ওয়ান’ জোসে মরিনহোকে হারিয়ে দিয়েছেন ওয়েঙ্গার। তার দল আর্সেনাল মরিনোহর চেলসিকে হারিয়ে জিতে নিয়েছে কমিউনিটি শিল্ড ফুটবলের শিরোপা। ম্যাচে আর্সেনাল জয় পেয়েছে ১-০ গোলে।

ইংল্যান্ডের এই ঘরোয়া ফুটবলের লড়াইয়ে ওয়েম্বলিতে মুখোমুখি হয়েছিল দুই দল। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাজয়ী চেলসি ছিল ম্যাচের সন্দেহাতীত ফেভারিট। তবে ২৪ মিনিটেই অ্যালেক্স ওক্সলেড-চেম্বারলেইনের গোলে এগিয়ে গিয়েছে আর্সেনাল। শেষ অব্দি এটাই হয়ে থেকেছে ম্যাচের চূড়ান্ত স্কোরলাইন।

এই জয় ওয়েঙ্গারের জন্য যেমন বিশেষ কিছু, আর্সেনাল গোলরক্ষক পিটার চেজের জন্যও ঠিক তেমনটাই। কেননা, চলতি মৌসুমে চেলসি ছেড়ে আর্সেনালে যোগ দিয়েছেন তিনি। আর সাবেক দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমেই শিরোপার স্বাদ পেলেন এই গোলরক্ষক।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট