বিকাশ সাহাঃ রাধিকাপুর দিল্লী গামী ট্রেনে কাটা পরে এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। এদিন বুধবার রাত পৌনে নটা নাগাত ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ঢিল ছোড়া দূরত্বে সুভাষগঞ্জের রথতলা এলাকায়। রেল লাইনের ধারে একটি সাইকেল পরে থাকতে দেখে গ্রামবাসীদের অনুমান সাইকেল নিয়ে রেল লাইন পার হতে গিয়ে এমন বিপত্তি ঘটেছে। ছিন্ন বিচ্ছিন্ন দেহ দেখতে সুভাষগঞ্জের রথতলা এলাকায় রেল লাইনের পাশে ভিড় জমান প্রচুর মানুষ। পরে জিআরপি এসে মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়।
Auto Amazon Links: No products found.