নিজের গলায় গান রেকর্ড করলেন সলমন


শুক্রবার,০৭/০৮/২০১৫
502

খবরইন্ডিয়াঅনলাইনঃ    বলিউড অভিনেতা সলমন খান তার বহুমুখী প্রতিভার প্রমাণ দিয়ে দিয়েছেন অনেক আগেই। অভিনয় থেকে শুরু করে ছবি আঁকা, তারপর ‘কিক’ ছবিতে গান গেয়ে নিজের প্রতিভাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন।

এবার তিনি  গানে কণ্ঠ দিবেন তার নিজের প্রযোজনার ছবি ‘হিরো’তে। একটি রোমান্টিক গানের সাথে কণ্ঠ দিবেন এই অভিনেতা। সলমনের কণ্ঠে ছবির টাইটেল ট্র্যাক ‘ম্যা হু হিরো তেরা’ শিরোনামের গানটি সম্প্রতি রেকর্ড করা হয়ে গেছে।

ছবিটিতে অভিনয় করেছেন আদিত্য পাঞ্চোলির ছেলে সুরোজ পাঞ্চোলি এবং সুনীল শেটির মেয়ে আঠিয়া শেটি। ছবিটি মুক্তি পাবে চলতি বছরেই।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট