বিকাশ সাহাঃ রাজ্যের বিভিন্ন জেলায় যখন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তখন উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টির অভাবে কৃষকের মাথায় হাত। আমন ধান চাষের মরশুমে পর্যাপ্ত পরিমানে বৃষ্টি না হওয়ায় বেশ কিছুদিন চাষিরা ঘরে বসে ছিলেন। কারণ সেচের জল দিয়ে চাষ আবাদ করে লাভের লাভ কিছু হবে না। আমন ধান চাষের সময় চলে যাচ্ছে দেখে শুকনো মাটিতেই কর্ষণ করতে ব্যাস্ত হয়ে পড়েছেন কৃষকরা। এদিকে সেচের জল দিয়ে যারা ইতিমধ্যেই ধান রোপন করেছেন তাঁদের জমির মাটি ফেটে ধানের চারা নষ্ট হয়ে যাবার উপক্রম। কৃষকরা ভেবেছিলেন জল সেচ দিয়ে ধান রোপণ করে দিলে বৃষ্টির জলে ধান গাছের বৃদ্ধি ঘটবে। কিন্তু প্রকৃতির খামখেয়ালীপনার যাঁতাকলে পরে লাভ তো দুরের কথা ধানের ফলন কেমন হবে তা নিয়ে সংশয়ের মধ্যে দিন কাটাচ্ছেন জেলার কৃষকরা। কেবলমাত্র পর্যাপ্ত বৃষ্টির ধারাই এখন কৃষকদের মুখে হাসি ফোঁটাতে পারে।
উত্তর দিনাজপুর জেলায় শুকনো মাটিতে জমি কর্ষণে ব্যাস্ত কৃষক
শনিবার,০৮/০৮/২০১৫
403
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: