বিকাশ সাহাঃ এদিন শনিবার সকালে নিষিদ্ধ কারিব্যাগ বিরোধী অভিযান চালাল কালিয়াগঞ্জ পৌরসভা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের দুটি ব্যস্ততম বাজার, তাঁরা বাজার ও মহেন্দ্রগঞ্জ বাজারে পৌরসভার নির্বাহী আধিকারিক জনার্দন বর্মণ , পৌরপতি অরুন দে সরকার, পৌরসভার একাধিক কাউন্সিলার ও পুলিশ বাহিনী কারিব্যাগ বিরোধী অভিযান চালান। কালিয়াগঞ্জের দুটি গুরুত্বপূর্ণ বাজারে অতর্কিতে হানা দিয়ে বাজেয়াপ্ত করা হয় প্রচুর পরিমানে কারিব্যাগ সহ থার্মকল ও প্লাস্টিকের থালা গ্লাস।
কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি অরুন দে সরকার বলেন, দুটি বাজারে হানা দিয়ে প্রচুর কারিব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। দোকানে নিষিদ্ধ কারিব্যাগ রাখার অপরাধে আজকে ব্যবসায়ীদের ফাইন না করে তাঁদের সতর্ক করে দেওয়া হয়। আগামী দিনে কারিব্যাগ রাখার অপরাধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Auto Amazon Links: No products found.