সাফাইকর্মী নিযুক্ত করা নিয়ে বিক্ষোভ হেমতাবাদে


সোমবার,১০/০৮/২০১৫
746

বিকাশ সাহাঃ    গ্রাম থেকে দুজন সাফাইকর্মী না নিয়ে অন্য গ্রামের লোকদের সাফাইকর্মী হিসেবে নিযুক্ত করায় বিদ্যালয়ে এসে বিক্ষোব দেখাল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের অন্তর্গত ভাসিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। উল্লেখ্য প্রাথমিক বিদ্যালয় গুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ও ছাত্র ছাত্রীদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ১০০ দিনের কাজের নিরিখে দু জন করে সাফাই কর্মী নিযুক্ত করার উদ্যোগ নিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। পঞ্চায়েতের মাধ্যমে ১০০ দিনের কাজের অর্থের বিনিময়ে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে নেওয়া হবে দুজন সাফাইকর্মী। সেই অনুসারে লোক নেওয়ার কাজ শুরু হওয়া মাত্র হেমতাবাদ ভাসিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে এদিন সোমবার বিক্ষোবের আঁচ দেখা গেল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ রায় বিদ্যালয়ে না থাকার কারণে শেষে গ্রামবাসীরা বিদ্যালয়ের সহকারী শিক্ষক অচিন্ত কুমার বর্মণের হাতে স্মারকলিপি জমা দেন।
গ্রামবাসীরা জানান, গ্রামের এতো লোক থাকতে অন্য গ্রামের দুজনকে সাফাইকর্মী হিসেবে নিযুক্ত করা হচ্ছে। অন্য গ্রামের দুজন সাফাইকর্মীকে বাতিল করে বিদ্যালয় এলাকার গ্রামের দু জনকে সাফাইকর্মী হিসেবে নিযুক্ত করা না হলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। RSCN7246

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট