উত্তর দিনাজপুর জেলায় পালিত হল শহীদ ক্ষুদিরাম বসুর ১০৮ তম আত্মবলিদান দিবস।


মঙ্গলবার,১১/০৮/২০১৫
994

বিকাশ সাহাঃ   উত্তর দিনাজপুর জেলা জুড়ে পালিত হল শহীদ ক্ষুদিরাম বসুর ১০৮ তম আত্মবলিদান দিবস। জেলার রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন গণ সংগঠন ও ক্লাবগুলি শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে প্রশ্নহীন সমাজ গড়ার লক্ষ্য হউক এ দেশের কোটি কোটি ছাত্র যুবকের কাছে। এদিন মঙ্গলবার দুপুরে ডি ওয়াই এফ আই ও এস এফ আই এর উত্তর দিনাজপুর জেলা কমিটির আয়োজনে রায়গঞ্জ ইনিষ্টিটিউট মঞ্চে আয়োজিত ক্ষুদিরাম বসুর ১০৮ তম আত্মবলিদান দিবসে এক আলোচনা চক্রে বক্তব্য রাখতে গিয়ে ছাত্র যুবদের উদ্দেশ্যে একথা বলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের প্রাক্তন মন্ত্রী তথা অধ্যাপক অঞ্জন বেরা।     RSCN7246

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট