বিকাশ সাহাঃ শান্ত শহরকে অশান্ত করার চক্রান্ত বার্থ করার আহব্বান নিয়ে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে মিছিল করলো সিপিআইএমের রায়গঞ্জ শহর লোকাল কমিটি। রায়গঞ্জের বিবিডি মোড় থেকে মিছিল শুরু হয়ে থানা রোড, এমজি রোড হয়ে মোহনবাটি সুপার মার্কেটের সামনে এসে শেষ হয়। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবী তোলা হয় এই মিছিলে। শিক্ষাঙ্গনে নৈরাজ্যের বিরুদ্ধে তীব্র গরমকে উপেক্ষা করে সংগঠনের মহিলা কর্মীদেরও মিছিলে হাঁটতে দেখা যায়।
সিপিআইএমের রায়গঞ্জ শহর লোকাল কমিটির সম্পাদক সন্দীপ ঘোষ বলেন, রায়গঞ্জ শহর থেকে বে আইনি আগ্নেয়অস্ত্র উদ্ধার করতে হবে পুলিশকে। শান্ত রায়গঞ্জ শহর যাদের জন্য অশান্ত হচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক প্রশাসন।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে মিছিল রায়গঞ্জে
বুধবার,১২/০৮/২০১৫
501
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: