হৃদরোগীদের পুনর্বাসনের প্রয়াস


বৃহস্পতিবার,১৩/০৮/২০১৫
831

সত্যজিৎ চক্রবর্তীঃ কলকাতা সল্টলেকে স্বভূমী সভাঘরে হৃদরোগীদের এক মহা সম্বলন হয়ে গেল, প্রধান বক্তা ছিলেন সুনীপ বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে হার্টের রোগীদের সুস্থ্য করার ব্যাপারে নয়া দিশা দেখাতে চায় একটি বেসরকারী সংস্থা। হৃদরোগ বিশেষজ্ঞ সুনীপ বন্দ্যোপাধ্যায় -এর তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি হৃদরোগের জন্য পুনর্বাসন কেন্দ্র খোলার ঘোষণা করলেন। হার্ট কনক্লেভ শীর্ষক এক স্বাস্থ্য সম্বলনে এই বিষয় নিয়ে আলোচনা হল। সুনীপ বাবু মনে করেন এটা অপারেশন কিংবা অ্যাঞ্জোপ্লাটিক মানেই সাধারণ জীবনযাত্রা শেষ, এমন ধারনা সাধারণ মানুষ -এর মনে হয়, এটা একেবারে সঠিক নয়। আরও বলেন নিছক ওষুধ পত্র কিংবা অ্যাঞ্জোপ্লাটিক সাহায্যে অন্যভাবে এই রোগ নিরাময় করা যেতে পারে। পাঁচ জনের মতো স্বাভাবিক জীবন যাপন করা হয়। কিছু সাবধনাতা মেনে চললে হবে। আমাদের কাডিয়াক ওয়েলফেয়ার অ্যান্ড রি – হ্যাব সেন্টার সেই কাজটি করবে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট