বিকাশ সাহাঃ স্বাধীনতা দিবসের সরকারী অনুষ্ঠানে সাংস্কৃতিক বিভাগে অংশগ্রহন করবে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত সূর্যদয় মূক ও বধির বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। ৬৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা শাসকের দপ্তরের সামনে মঞ্চ গড়া হয়েছে। আগামী কাল ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন দপ্তরের সামনেই পতাকা তুলবেন জেলা শাসক রণধীর কুমার। পতাকা উত্তোলনের পর প্রতি বছরের ন্যায় এবারও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সরকারী অনুষ্ঠানে সাংস্কৃতিক বিভাগে অংশগ্রহন করতে সূর্যদয় মূক ও বধির বিদ্যালয়ের ছাত্রীরা হোমের মধ্যেই দিনভর নৃত্য অনুশীলন করতে ব্যাস্ত হয়ে পড়েছে। সেই সঙ্গে ছাত্ররা ব্রান্ডের তালে কুচকাওয়াজের শেষ দিনের অনুশীলন করছে। কারণ আগামীকাল কুচকাওয়াজের মধ্যদিয়ে জেলা শাসককে গার্ড অফ অনার দেওয়া হবে। সেই সঙ্গে স্বাধীনতা দিবস উপলক্ষে হোমের ভিতরে পতাকা উত্তোলনের পর মূক ও বধির আবাসিক ৪০ জন ছাত্র ও ২৬ জন ছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, বসে আঁকও প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। সেখানে উপস্থিত থাকবেন জেলা শাসক । শব্দ শুনতে না পেলেও অঙ্গভঙ্গির মাধ্যমে গানের তালে নৃত্য ও ব্রান্ডের তালে কুচকাওয়াজ করতে মনোযোগের কোনও খামতি দেখা যায়নি হোমের ছাত্র ছাত্রীদের মধ্যে। বরং তারা উৎসাহের সঙ্গে নিজেরাই অনুশীলন করতে এগিয়ে এসেছে।
সূর্যদয় হোমের অধ্যক্ষ পার্থ সারথী দাস বলেন, ছাত্রীরা মনোযোগ দিয়ে নৃত্য অনুশীলন করছে। সেই সঙ্গে ছাত্ররা ব্রান্ডের তালে কুচকাওয়াজ করছে, যা দেখে মনে হচ্ছে আগামীকাল আরও ভাল ভাবে সকলের সামনে নৃত্য ও কুচকাওয়াজ পরিবেষণ করতে পারবে হোমের ছাত্র ছাত্রীরা।
স্বাধীনতা দিবসের সরকারী অনুষ্ঠানে অংশ গ্রহণ করবে সূর্যদয় হোমের ছাত্র ছাত্রীরা
শুক্রবার,১৪/০৮/২০১৫
535
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: