খবরইন্ডিয়াঅনলাইনঃ ৬৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লা থেকে ভাষণ দিলেন, তাঁর মূল কথা হল ‘ এটা কোনো সাদামাটা সকাল নয়, এটা স্বপ্নের প্রত্যাশার সকাল। প্রায় ১২৫ কোটি ভারতীয়দের আকাঙ্খার সকাল।’ অনুষ্ঠানে সাধারণ মানুষ থেকে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উভয় কক্ষের সাংসদরা এই মহান দিনে উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন। ( ছবিঃ ওয়েবসাইট )।
৬৯ তম স্বাধীনতা দিবস মহাধূমধামে পালন হচ্ছে
শনিবার,১৫/০৮/২০১৫
209
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: