বনধে কোন ছুটি গ্রাহ্য হবে না রাজ্য সরকার জানিয়ে দিলেন


সোমবার,১৭/০৮/২০১৫
498

খবরইন্ডিয়াঅনলাইনঃ     কংগ্রেস ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে তার আগেই বন্ধের দিন ছুটি নয় বরং অফিস না এলে কাটা যাবে বেতন এই মর্মে সরকারি কর্মচারীদের উদ্দেশে জারি হয়েছে বিজ্ঞপ্তি। অর্থ দপ্তরের তরফে নবান্নে এই নোটিস জারি করা হয়েছে যাতে বলা হয়েছে বনধের দিন ছুটি নয়। অফিস না এলে কাটা যাবে বেতন। গুরুতর পরিস্থিতিতে ছুটি নেওয়া হলে, তার স্বপক্ষে কারণ দর্শাতে হবে।সরকারি কর্মচারীদের উদ্দেশে এই বিজ্ঞপ্তি প্রশাসনিক ও রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অপরদিকে বনধ ঘিরে সরকারের এই বিজ্ঞপ্তির কড়া প্রতিক্রিয়া দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন তিনি বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে সরকারের এই বিজ্ঞপ্তির কড়া প্রতিক্রিয়া দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলেন “যে মুখ্যমন্ত্রী কংগ্রেসকে সাইনবোর্ড বলতেন, তিনি কংগ্রেসের বনধ রুখতে এভাবে সচেষ্ট কেন ? তবে কি তিনি ভয় পাচ্ছেন ?” এরপরই তিনি বলেন, “বনধ করার অধিকার সবার আছে। স্বৈরাচারী দমন, পীড়ন করে বনধ আটকানো যাবে না। বনধ হচ্ছে এবং হবে।” মুখ্যমন্ত্রীকে সিঙ্গুর ঘিরে তৃণমূল কংগ্রেসের বনধ-আন্দোলনের ইতিহাস স্মরণ করিয়ে কটাক্ষ অধীরের ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট