বিকাশ সাহাঃ দাসমুন্সী পড়িবারের হোম টাউন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পৌরবাজারে (তাঁরা বাজারে) এসে বোঝার উপায় নেই আজ কংগ্রেসের ডাকা ১২ ঘণ্টা বাংলা বন্ধ। অন্যান্য দিনের তুলনায় লোকসংখ্যা কিছুটা কম থাকেলও বন্ধের দিন রীতিমত কেনাকাটা চলল এই বাজারে। প্রতিদিনের মতো এদিন বন্ধের মঙ্গলবারেও পৌরসভা পরিচালিত পৌরবাজার (তাঁরা বাজার) খুলে বাজার কালেকশনে নেমে পড়লেন কংগ্রেস পরিচালিত কালিয়াগঞ্জ পৌরসভা। এদিন মঙ্গলবার সকাল থেকে গোটা উত্তর দিনাজপুর জেলা জুড়ে যখন কংগ্রেসের কর্মী সমর্থকরা ফ্লাগ ফেস্টুন নিয়ে বন্ধের সমর্থনে গলা ফাটাচ্ছেন। কালিয়াগঞ্জে কংগ্রেসের তরফে যখন বিভিন্ন অফিস থেকে শুরু করে পৌরসভার সামনে দলীয় পতাকা টাঙ্গিয়ে বন্ধ সমর্থনে অফিস গেটের সামনে জমায়েত হয়ে রয়েছেন। ঠিক সেই সময় এদিন সকাল থেকে পৌরবাজারে বিক্রির উদ্দেশ্যে সবজি নিয়ে আসা কৃষকদের কাছ থেকে পৌরসভার বৈধ রসিদ দিয়ে টাকা কালেকশনে ব্যাস্ত হয়ে ছিল কংগ্রেস পরিচালিত কালিয়াগঞ্জ পৌরসভার কর্মীরা। একে তো কংগ্রেসের ডাকা ১২ ঘণ্টা বাংলা বন্ধ তার উপর দাসমুন্সী পড়িবারের হোম টাউনে কংগ্রেস পরিচালিত পৌরসভার বাজারে বন্ধের কোনও প্রভাব নেই, তাই সাংবাদিককে দেখা মাত্র বাজার কালেকশনের রসিদগুলি আড়াল করার চেষ্টা করে বাজার কালেকশন করা পৌরসভার এই কর্মী।
দাসমুন্সী পড়িবারের হোম টাউন কালিয়াগঞ্জের পৌরবাজারে বন্ধের কোনও প্রভাব পড়ল না
মঙ্গলবার,১৮/০৮/২০১৫
483
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: