কালিয়াগঞ্জে পুলিশের জালে আটক ৮ বাংলাদেশী


বুধবার,১৯/০৮/২০১৫
666

বিকাশ সাহাঃ    উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার পুলিশের জালে আটক ৮ জন বাংলাদেশী। কালিয়াগঞ্জ থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশের দিনাজপুর, ঠাকুরগাঁ ও রংপুর জেলার আট জন যুবককে আটক করে। আট জনের মধ্যে আশরাফুল আলম(১৯), নুর ইসলাম(৩৫), জসিমুদ্দিন(২৫), মহম্মদ সবুজ আলি(১৮) তারিকুল ইসলামের(৩৫) বাড়ি দিনাজপুর জেলায় । মহম্মদ আলি(১৯) ও মহম্মদ হোসেনের(১৯) বাড়ি ঠাকুরগাঁ জেলায়। মহম্মদ লিটনের(১৮) বাড়ি রংপুর জেলায়। পুলিশ সুত্রের খবর, অবৈধভাবে ভারতে প্রবেশ করে ৮ জন বাংলাদেশী ডালিমগাঁ দিয়ে হাঁটা পথে কালিয়াগঞ্জের দিকের আসার খবর পেয়ে পুলিশ চিরুনি তল্লাশি শুরু করে। এদিন বুধবার রাধিকাপুর-কাটিহারগামী ভোরের ট্রেন ধরে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার উদ্দ্যেশে কালিয়াগঞ্জ ষ্টেশনের দিকে আসছিল অনুপ্রবেশকারীরা। সেই সময় এএসআই অনুপম তলাপাত্রের নেতৃতে বিশাল পুলিশ বাহিনী রেল ষ্টেশন এলাকা থেকে ধরে ফেলে ৮ বাংলাদেশী সহ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের পথ প্রদর্শক কালিয়াগঞ্জের ডালিমগাঁর নাগরিক সাহিল রানাকে। ধৃতদের কাছ থেকে বাংলাদেশী সিমকার্ড সহ তিনটি মোবাইল ফোন আটক করেছে পুলিশ।
কালিয়াগঞ্জ থানার আইসি শ্রীমন্ত বন্ধোপাধ্যায় বলেন, অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের এদিন রায়গঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।RSCN7246

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট