অভিনেতা সলমন আবেদন জানালেন, ‘ শুদ্ধি’তে অভিনয়ের জন্য


শুক্রবার,২১/০৮/২০১৫
624

খবরইন্ডিয়াঅনলাইনঃ    ‘শুদ্ধি’কে বলা হচ্ছে করণ জোহরের ড্রিম প্রজেক্ট। নানা কারণে সিনেমাটি কয়েক বছর ধরে ঝুলে আছে। সিনেমাটির নায়ক চরিত্রে অভিনয়ের কথা ছিল সলমনের।   কিন্তু গাড়িচাপা দিয়ে মানুষ হত্যার রায়ের পরপরই করণ ঘোষণা দেন ‘শুদ্ধি’তে সলমন নন, অভিনয় করবেন বরুণ ধাওয়ান। এরপর টুইটে সলমন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ হিরোকে অভিনন্দন জানান।

এদিকে সম্প্রতি সলমন ‘শুদ্ধি’ সিনেমায় আবার তাকে কাস্ট করার অনুরোধ জানান করণ জোহরকে। তখন কোনো উত্তর দেননি ‘কুছ কুছ হোতা হ্যায়’ পরিচালক।

কয়েকদিন আগে নিজের প্রযোজনায় নির্মিত ‘হিরো’র প্রচারণায় একটি রিয়েলিটি শোতে হাজির হন সলমন। সেখানে তার সঙ্গে ছিল সুরজ পাঞ্চালি ও আথিয়া শেঠি। ওই শোয়ের অন্যতম বিচারক করণ জোহর। সেখানে সলমন ‘শুদ্ধি’তে অভিনয়ের সুযোগ দেওয়ার অনুরোধ করেন।

এটি ছিল সলমনের স্বভাবসুলভ কৌতুক। তবে ‘বোম্বে ভেলভেট’ অভিনেতা করণ জোহরও কম যান না। তিনি ওই সময় নির্লিপ্ত ভাব বজায় রাখেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট