তেভেজ লিওনেল উপদেশ দিলেন মেসিকে, টিম থেকে সরে দাড়াতে


শনিবার,২২/০৮/২০১৫
574

 খবরইন্ডিয়াঅনলাইনঃ    কার্লোস তেভেজ লিওনেল মেসিকে জাতীয় দলের হয়ে খেলা ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন। কার্লোস তেভেজের মতে, বিশ্বসেরা এই ফুটবলার জাতীয় দলে শতভাগ উজাড় করে খেলেন। কিন্তু মাঠে সব সময় সবচেয়ে বেশি সমালোচনার শিকার হন।

শুক্রবার টেলিভিশন চ্যানেল অ্যামেরিকাকে কার্লোস তেভেজ বলেন, ‘আপনি তাকে নিয়ে সমালোচনা করেন যে ভালো খেলছে না কিংবা খেলার জন্যে আনফিট। কিন্তু আপনি তাকে নিয়ে সমালোচনা করতে পারেন না যে কিনা বিশ্বসেরা, যার ফুটবল বাদে বাড়তি কিছু নিয়ে চিন্তা নেই!’

গণমাধ্যমকর্মীদের ওপরও ক্ষোভ প্রকাশ করেছেন তেভেজ। তিনি বলেন, ‘গণমাধ্যমকর্মীদের দায়িত্ব প্রতিদিন নিত্য নতুন তথ্য দেওয়া, সমালোচনা করা নয়। আপনারাও আমার সঙ্গে একমত হবেন আবার নাও হতে পারেন, আপনারা কখনোই তার(মেসির) মত খেলোয়াড় হতে পারবেন না। কিন্তু আপনারা তাকে আঘাত করতে পারেন না।’

তেভেজ আরো বলেন, ‘আমি যদি মেসির জায়গায় থেকে এ রকম সমালোচনা শুনতাম তাহলে আর্জেন্টিনার হয়ে খেলা ছেড়ে দিতাম। দ্বিতীয়বার দলের কথা চিন্তা করতাম না। আমি মেসিকেও এই পরামর্শ দিচ্ছি। তবুও সে আর্জেন্টিনাকে ভালোবাসে বলে বারবার ফিরে আসে।’

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে লিওনেল মেসি আর্জেন্টিনাকে ফাইনালে উঠিয়েছিলেন। কিন্তু জামার্নির বিপক্ষে শিরোপা হারাতে হয় তাদেরকে। জাতীয় দলের হয়ে ১০৩ ম্যাচে ৪৬ গোল করেছেন খুদে জাদুকর।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট