বীড়ভূমে বোমা তৈরী করতে গিয়ে বিস্ফোরণে নিহত ২ জন


রবিবার,২৩/০৮/২০১৫
685

খবরইন্ডিয়াঅনলাইনঃ     বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ। নিহত ২ তৃণমূলকর্মী, আহত ৪। হাসপাতালের সামনে দেহ ফেলে দিয়ে যাওয়াকে ঘিরে রহস্য। পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে দিন তিনেক ধরেই সরগরম ছিল বীরভূমের কাঁকরতলা। লাগাতার চলছিল শাসক দলের দু’টি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। এর মধ্যেই শনিবার বোমা বাঁধার সময় তা ফেটে মৃত্যু এক ব্যক্তির। গুরুতর আহত হয়েছেন আরও এক জন। ঘটনাটি ঘটেছে কাঁকরতলা থানার বাবুইজোর গ্রামে। ২ টাকা কেজি দরে চালের কুপন বিলি ঘিরে স্থানীয় তৃণমূল নেতা আবদুর রহমান ও কেদার ঘোষ গোষ্ঠীর বিবাদের জেরেই এই ঘটনা। অভিযোগ, বহিরাগতদের নিয়ে এলাকা দখলের ছক এঁটেছিলেন আবদুর রহমান। তার জন্যেই গ্রামের মাঠে বোমা বাঁধা হচ্ছিল বলে দাবি গ্রামবাসীদের একাংশের।শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। বোমা ফেটে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ তৃণমূলকর্মীর। মৃতেরা তৃণমূল নেতা আবদুর রহমান গোষ্ঠীর লোক বলে পরিচিত এলাকায়।পুলিশের একাংশের দাবি, গত তিন দিন ধরে কাঁকরতলা থানার খয়রাশোল ব্লকের বাবুইজোর পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে শাসক দলের দু’টি গোষ্ঠীর মধ্যে চলছিল সংঘর্ষ। এ দিন সেই কারণে স্থানীয় কদমডাঙা গ্রামে চলছিল বোমা বাঁধার কাজ। বাঁধার সময় আচমকাই ফেটে যায় একটি বোমা। বোমা ফেটে মৃত্যু হয় বছর তিরিশের যুবক শেখ সাদ্দামের। ঘটনায় আহত হয়েছেন আরও এক ব্যক্তি। তবে তার নাম জানা যায়নি। সিউড়ি হাসপাতালের সামনে এক ব্যক্তির দেহ ফেলে গাড়িতে করে পালিয়ে যায় কয়েকজন ব্যক্তি। ফলে আরও ঘণীভূত হয়েছে রহস্য।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট